ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

রাণীশংকৈলে আন্তর্জাতিক মে দিবস পালিত

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। || ৯:৪৮ অপরাহ্ণ ॥ মে ১, ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় । এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার ১৪ টি শ্রমিক সংগঠন পৌর শহরে পৃথক পৃথক ব্যানারে র‍্যালি বের করে। র‍্যালি শেষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৩টি এবং উপজেলা গেটমার্কেট চত্বরে ১১টি সংগঠন পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা গেটমার্কেট চত্বরে শ্রমিক নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ সভাপতি আইযুব আলী, জাপা নেতা আবু তাহের, এটিও রবিউল ইসলাম সবুজ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। এ ছাড়াও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শ্রমিক নেতা প্রদীপ বসাক, সাদ্দাম হোসেন, সুমন পাটোয়ারী, জাকারিয়া হাবিব ডন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরথান আলী, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন।এইসাথে তারা শ্রমিকদের বিভাজন নিরসন করে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করার কথা বলেন। অপরদিকে, ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক নেতা
শামসুল হকের সভাপতিত্বে ৩ টি সংগঠনের আলোচনা সভায় অতিথিরাসহ আরো বক্তব্য দেন- অতিথি সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা তৈমুর হোসেন, বিএনপি নেতা মাহমুদুন্নবী বিশ্বাস পান্না,শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, মোকসেদ আলী, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক তাহের আলী, শ্রমিক নেতা আল মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক