ভালুকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও এই স্লোগান নিয়ে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবিসটি উপলক্ষে সোমবার বিকালে স্থানীয় শ্রমিকলীগ কার্যালয় আলোচনা সভা শেষে র‌্যালি অনুুষ্টিত হয়।
এসময় ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী,পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান,উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি লিয়াকত হোসেন, মোস্তফা খান, যুগ্ন সম্পাদক সোলজার আহম্মেদ সহিদ,মোফাজ্জল হোসেন ,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান সরকার। এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি -সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আজকে শ্রমিকরা
সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য আদায়ের লক্ষ্যে কাজ করছি৷ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অবশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক এনামুল কবীর খান।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *