আজ রবিবার শান্তিপুর্ন পরিবেশে শ্রীমঙ্গলে এসএসসি ও সমমানের পরীক্ষা অনু্ষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গলে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ৪৪৬৩ জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসি, দাখিল ও কারিগরী বিভাগ রয়েছে।
আজ রবিবার শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪৬৩ জন। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন জানান, এরমধ্যে ১ হাজার ৯৮২ জন ছাত্র এবং ২ হাজার ৪৮১ জন ছাত্রী। এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৪৯৯ জন বেশি।
শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষা অনু্ষ্ঠিত হচ্ছে তিনটি কেন্দ্র ও তিনটি ভ্যানুতে। কেন্দ্রগুলো হচ্ছে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও দশরথ স্কুল এণ্ড কলেজ। ভ্যানুগুলো হচ্ছে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এণ্ড কলেজ ও গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও দাখিল পরীক্ষা অনু্ষ্ঠিত হচ্ছে শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ও কারিগরি শাখার পরীক্ষা অনু্ষ্ঠিত হচ্ছে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন আরো জানান, এবার অর্থাৎ ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলার ২৬টি মাধ্যমিক স্কুল, ৫টি মাদ্রাসা ও একটি সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসিতে অংশগ্রহন করছে ৪ হাজার ১৫২ জন, দাখিল পরীক্ষায় ২৮৪ জন ও কারিগরি শিক্ষার ২৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী প্রথম দিনের পরীক্ষায় শ্রীমঙ্গলে অনুপস্হিত রয়েছে এসএসসিতে ২৩ জন এবং দাখিলে ৫ জন শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।