প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব কৃষকদের জামালপুরে ধান কাটা উৎসব শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা।
রবিবার সকালে জেলার ইসলামপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে বেলগাছা ধনতলা গ্রামের কৃষক মুুনু মিয়ার ধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
এছাড়াও জামালপুর জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান, সদস্য আব্দুল জলিল, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, ইসলামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতা কর্মীরা ধানকাটা উৎসবে অংশ নেন।