বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত, মা ছেলে আটক
বাগেরহাট প্রতিনিধি ।। || ১:৫৬ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৯, ২০২৩
বাগেরহাটের চিতলমারীতে ভাতিজার লাঠির আঘাতে ইউনুস শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আড়ুয়াবর্নী এলাকায় গাছের ঢাল ভাঙ্গা নিয়ে কথা কাটাকাটির জেরে ইউনুস শেখের মাথায় বাশের লাঠি দিয়ে বাড়ি দেয় ভাতিজা হোসাইন শেখ (২৫)। পরে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ভাতিজা হোসাইন শেখ ও তারমা বেবিয়া বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইউনুস শেখ আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে। গ্রেপ্তার হোসাইন শেখ নিহতের ভাই ইব্রাহিম শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ইউনুস শেখ ধানের বোঝা মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার সময় তার ভাই ইব্রাহিম শেখের একটি আমড়া গাছের ডাল ভেঙ্গে যায়। এই বিষয়টি নিয়ে ইব্রাহীম শেখের স্ত্রী বেবি খাতুনের সাথে ইউনুস শেখের বাকবিতন্ডা হয়। বিষয়টি জানতে পেরে হোসাইন শেখ ইউনুসের উপর চড়াও হয়। সন্ধ্যার দিকে ইউনুস শেখ তার বাড়ির গোয়ালে গরু উঠাতে গেলে হোসাইন বাস দিয়ে তার মাথার উপর বাড়ি দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু ইছানুর আহত ইউনুস শেখকে মৃত ঘোষনা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান খান জানান, নিহতের ভাই সিরাজুল ইসলাম দুই জনের নাম উল্লেখ করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই আসামীদের গ্রেফতার করেছে।