ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে পানির গতিপথ বন্ধ করে নির্মিত স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি || ১১:০০ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৮, ২০২৩

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে খাস জমির ওপর নির্মিত ড্রেনের পানির গতিপথ বন্ধ করে পাকা স্থাপনা তৈরী করায় তা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাস জমিতে অবৈধভাবে নির্মিতব্য পাকা স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। সেই সাথে মুচলেকা দিয়ে ড্রেন উম্মুক্ত করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন পঞ্চগড় সদর থানার এসআই ফিরোজ কবিরসহ সঙ্গীয় ফোর্স। এসময় হাট ইজারাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক বলেন, টুনিরহাট বাজারে নতুনভাবে নির্মান করা ড্রেনের মূখ বন্ধ করে পাকা স্থাপনা নির্মান করছেন দুলাল ইসলাম নামের এক ব্যক্তি। অভিযোগ পাওয়ার পরই আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছি। এই স্থাপনা ভেঙ্গে না ফেললে ভবিষ্যতে এটি বাজারের পানি নিস্কাসনে বাঁধা হত। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: