লোহাগড়ায় এস,এস,সি ২০০০ ব্যাচের রিইউনিয়ন অনুষ্ঠিত

”বন্ধু খুঁজি আমাদের” শ্লোগানকে বুকে ধারণ করে এস,এস,সি ২০০০ ব্যাচ নড়াইল জেলার রিইউনিয়ন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নানা কর্মসূচী পালন করে বন্ধুরা মিলে। জানা গেছে, আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী সাইফুল্লাহ মামুন এর প্রচেষ্ঠায় স্বপ্নবিথী পার্কে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, মধ্যহ্নভোজ, স্মৃতিচারণ সহ নানা কর্মসূচী পালন করা হয়। নড়াইলের জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুলের বন্ধুদের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কর্মসূচী শুরু হবার পর বন্ধুরা মিলে জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধু মহলের জাহিদুল ইসলাম সমাজদার, রিয়াদ হোসেন, মুস্তাক মুন্সী, ওয়াসিম মামুন, জাকারিয়া টিপু, নুরুল শিপার খান, সাইফুল ইসলাম, রাজু রানা, আসাদুজ্জামান, কনক, আনিচ, গালিব, শরিফুল, উজ¦ল, কেয়া, সাথী, রানা পারভেজ, শাহিন, মাসুম, তারেক, আনসার, শহিদুল, আজাদ শরীফ, হিকমত, কৃষœ, লিটন, এরশাদ, সুলতান, আবেদুর রহমান, কুদ্দুস, তৈমুর, আশরাফুল, মিলন, কহিনুর, জসিম টুটুল প্রমুখ। #

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *