ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

বিচার বিভাগের বিচারকরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে-প্রধান বিচারপতি

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: || ৬:২৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৭, ২০২৩

জামালপুরে প্রধান বিচারপতি হাসান ফরিদ সিদ্দিকী বলেছেন প্রায় ৩৫ লাখ মামলা জট থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসতে বিচার বিভাগের বিচারকরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, দ্রুত এসব মামলা নিষ্পত্তিতে থাকি তো পূর্ণ মামলা গুলো
অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে দিতে কাজ করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত আরও ১০২ জন বিচারক নিয়োগ করে দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার
কথা জানান তিনি।

বৃহস্প্রতিবার দুপুরে সরকারি আশেক মোহাম্মদ কলেজ পরিদর্শন কালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিতে
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সহ আরো অনেকে।

এ সময় প্রধান বিচারপতির স্মৃতিবিজোরিত কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন ও একটি বট বৃক্ষের চারা রোপন করেন।

এর আগে কলেজের বিএনসিসি রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট , রেঞ্জারের একটি চৌকশ দল প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: