জামালপুরে অস্ত্র ও হিরোইনসহ একাধিক মামলার আসামি আটক

জামালপুরে দেশিয় অস্ত্র পাইপগান, কার্তুজ ও ৩০ গ্রাম হিরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃত নিপুন সদর উপজেলার জামিরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত অনুমান ২টা৫০ মিনিটে জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজারে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মেহেদী হাসান নিপুলকে গ্রেফতার করে। তার নামে জামালপুর সদর,ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় ৫টি হত্যা মামলাসহ অপহরন ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার কিলার। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এস আই তারিকুজ্জামান বাদি হয়ে জামালপুর সদর থানায় মেহেদী হাসান নিপুলকে আসামী করে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে ও তাকে জিজ্ঞেসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, জামালপুর জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ডি আইও -১ এম,এম,ময়নুল ইসলাম, ডিবির ওসি আরমান আলী, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন ও ওসি তদন্ত আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *