চাটখিলে সুপ্রিম কোর্টের আইনজীবী দুলালকে গণসংবর্ধনা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আবদুন নূর দুলালকে গণ সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) নোয়াখালী চাটখিলের বদলকোট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকায় এই গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
সভায় এডভোকেট মো: আবদুন নূর দুলাল বলেন, তিনি সাধারণ সম্পাদক থাকাকালীণ সময়ে আওয়ামীলীগের নিপিড়িত নির্যাতিত নেতাকর্মীদের বিনামূল্যে যেকোন আইনগত সহযোগীতার ব্যবস্থা করবেন এছাড়াও চাটখিলের হত দরিদ্র মানুষের আইনগত সহযোগীতার জন্য গেলে তার দরজা সব সময় খোলা থাকবে।
এতে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি), সাবেক মেয়র মোহাম্মদ উল্ল্যাহ, নোয়াখালী জেলার সাবেক সদস্য আহসান হাবীব সমীর, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী শামিমা আক্তার মেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *