কাহালুতে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হারুনুর রশিদ কাহালু(বগুড়া)প্রতিনিধিঃ || ৬:১৩ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৬, ২০২৩
২৬ শে এপ্রিল বুধবার সকাল ১০টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৩ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোতাহার হোসেন, কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, এ সময় আরো উপস্থিত ছিলেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ আব্দুস ছালাম,সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ,অএ বিদ্যালয়ে শিক্ষক আব্দুর রউফ, জাহিদ, জহুরুল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছাদেক আলী,মোঃ মুকুল হোসেন সহ বিদ্যালয়ের সকল ছাএ ছাএী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, কাহালু কেন্দ্র জামে মসজিদের পেষ ইমান মেহেরুল ইসলাম। দোয়া শেষে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এস এস সি ছাএ ছাএী মোট ১৪৮ জন কে বিধায় নেন।