ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

লালমনিরহাটে আগুনে পুড়ল সার ও কীটনাশকের দোকান

লালমনিরহাট প্রতিনিধি।। || ৭:৩৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৫, ২০২৩

লালমনিরহাটের গোকুন্ডায় আগুন লেগে সোহরাব হোসেন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে সার, কীটনাশকসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি। এ সময় আরো দুইটি দোকান পুড়ে যায়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর বেলা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

লালমনিরহাট ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। ব্যবসায়ীর তথ্য মতে কীটনাশক ও সার মিলিয়ে তার প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী সোহরাব হোসেনের দোকানে আগুনের শিখা দেখে গ্রামবাসী এগিয়ে আসেন। পরে ৯৯৯ কল করলে লালমনিরহাট ফায়ার স্টেশনের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। ভোরের দিকে বাজারের লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানে আগুন লাগছে। এসময় স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নেভানো হয়। কিন্তু ততক্ষনে আমার দোকানের সার, কীটনাশকসহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক