বাউফলে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি || ৮:৫৭ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৫, ২০২৩
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার কোষাধ্যক্ষ এবং বাউফল জুয়েলারী এ্যাসোসিয়েশনের সদস্য বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শংকর পালকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে সংগঠন সমূহের পক্ষ থেকে বাউফলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫এপ্রিল) বেলা ১১ টায় ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
গত ২৩ এপ্রিল রাত সরে ৮ টার দিকে বাউফল বাসস্ট্যান্ডে শংকর পালকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনায় ২৩ তারিখ রাতেই সিএনজি ও অটো চুরির অপরাধে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্তকৃত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হারুন মল্লিকসহ ৬ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরও কোন আসামী গ্রেপ্তার করতে না পারা এবং শংকর পালের পরিবারকে হুমকি দেয়ার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১০ টায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসহ কয়েক শত সাধারন মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে বাউফল কালী বাড়ি মন্দিরে জমায়েত হন। বেলা পৌনে ১১ টায় মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত¡রে গিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে মানববন্ধন করা হয়। মানববন্ধনে দ্রæত আসামী এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় খাসকেল, বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী প্রমূখ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিত কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত পৌরসভা নির্বাচনের পর থেকে ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হারুন মল্লিক ও সাবেক কাউন্সিলর শংকর পালের মধ্যে ক্ষমতার দ্বন্দ চলে।