নীলফামারীতে শব্দ সচেতনতা দিবস উদযাপন
ওবায়দুল ইসলাম লফামারী প্রতিনিধিঃ || ৭:৫৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৫, ২০২৩
নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে করা হয় ক্যাম্পেইন।
সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর দিবসটি পালন করে। আয়োজন ছিল নীলফামারী সদর উপজেলার বাস টার্মিনাল এবং পুরাতন জেল খানা সংলগ্ন স্থানে। ক্যাম্পেইন এ বাস, ট্রাক, বাইক, অটো, রিকসা মধ্যে শব্দ দূষণ রোধে স্টিকার লাগানো হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি ও দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন, এমএসডিএফ বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন, স্কাউট ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানায়, নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সচেতনতা করাসহ গাড়িতে স্টিকার লাগানো হয়। পাশাপাশি সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়।