ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাইক্ষংছড়িতে ১৬টি স্বর্ণের বার উদ্ধার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: || ৫:৫৬ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৪, ২০২৩

বান্দরবানের নাইক্ষংছড়ি ঘুমধুম ইউনিয়নে তুমব্রু পশ্চিম কুল এলাকা থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টার সময়ে ঘুমধুমের তুমব্রু এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ৩৪ বিজিবি। বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি টহলদল সকাল ১০টা ৩০মিনিটে নাইক্ষংছড়ি উপজেলার তুমব্রু এলাকার নুরুল আবছারের বাড়ির তল্লাশি করে ঘরের ভিতরে খাটের উপরে জাজিমের নিচে লুকায়িত অবস্থায় দুটি পুটলায় ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণ নাইক্ষংছড়ি থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক