জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ও মরহুমা রেহেনা প্রধানের মাগফেরাত কামনায় পঞ্চগড়ে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকলে জেলা শহরের বকুলতলাস্থ জেলা জাগপা কার্যালয় মাঠে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপা’র নেতা সালাউদ্দিন, শহিদুল ইসলাম শাহীন, তৌফিক হোসেন মুরসালিন, মহব্বত, সদর উপজেলা যুব জাগপার সভাপতি শামীম, সদর উপজেলা যুব জাগপা নেতা আব্দুল বাসেদ, আফছার, জেলা শ্রমিক জাগপা’র সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মানিক, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সেলিম, পৌর জাগপা ছাত্রলীগের সভাপতি এরশাদ প্রমূখ। দোয়া ও ইফতার মাহফিলে জেলা ও উপজেলা জাগপা ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।