নীলফামারীতে আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মালামাল। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম সাংবাদিকদের সাথে মিলিত হন এক প্রেস ব্রিফিং এ। বৃহস্পতিবার নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর ও জলঢাকা সার্কেল (পিপিএম সেবা) মোঃ মোস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিনসহ অনেকে।
এ সময় পুলিশ সুপার বলেন, সদর উপজেলার নিত্যানন্দী আন্তঃজেলা অটোভ্যান চক্রের কুখ্যাত ছিনতাইকারী মোঃ হানিফা ওরফে হানিফ ডাকাত, ১৪ এপ্রিল স্থানীয় পূর্ব পরিচিত ভ্যানচালক সামাদকে সুকৌশলে ডোমারে নিয়ে যায়। গভীর রাতে ফেরার পথে ভ্যানচালক সামাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পলিয়ে যায়। পাশাপাশি এরা গরু, সাইকেল,অটোভ্যান,অটোরিকশাসহ নানা ধরনের চুরি ও ছিনতাই কাজে জড়িত।