পবিত্র রমজান মাস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরিব,অসহায়,দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কচুয়া ডিগ্রি কলেজ মাঠে ৭ পদাতিক ডিভিশন (বরিশাল)এর আয়োজনে ৫ শত পরিবারের মাঝে ঈদ উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতারণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর শেখ হাসিনা সেনানিবাস্থ ৭ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা।
এদিন প্রতি পরিবারকে আড়াই কেজি চাল,৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম সেমাই ও ৫০০ গ্রাম চিনি বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কর্নেল শাকিব সালেক,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃতাছমিনা খাতুন,মেজর সিয়াম হাচান,ক্যাপ্টেন এএনএম মুরাদুজ্জামান,ক্যাপ্টেন আশিকুর রহমান,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক,ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম ছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।