শ্রীমঙ্গলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:১৯ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৭, ২০২৩
শ্রীমঙ্গলে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ পালিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
সভায় এ বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক প্রমুখ।