ভালুকায় মুজিবনগর দিবসে আলোচনা ও চেক বিতরণ
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি || ৪:০৩ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৭, ২০২৩
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও জটিল রোগে আক্রান্ত তিনজন নারী পুরুষের মাঝে দেড় লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসিম সরকার,সাংবাদিক আ ক ম রফিকুল ইসলাম সহ অন্যরা ।
পরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনজন নারী পুরুষের মাঝে দেড়লাখ টাকার চেক তুলে দেয়া হয়।