পঞ্চগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ শতাধিক বয়স্ক ও বিধবা মহিলাদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন।
গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভা রাজনগর মহল্লায় নিজ বাসভবনের সামনে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় মেয়র প্রত্যেক বয়স্ক ও বিধবা মহিলাদের হাতে ঈদ উপহার সামগ্রী হিসেবে একটি করে শাড়ি তুলে দেন। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি জামিল চৌধুরী ডলারসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপহার বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন, বর্তমান সরকারের সময়ে নিম্ন আয়ের মানুষদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের ভাতা, কম দামে চাল ও টিসিবির পন্যসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করতে অনুরোধ জানান তিনি।