নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষনের ঘটনায় মাঝগাঁও ইউপি চেয়ারম্যানের নাম জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আগ্রান বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত সোমবার আমার ইউনিয়নের পারকোল মাঠে এক প্রতিবন্ধী তরুনীকে ধর্ষন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় ধর্ষক।পরে বড়াইগ্রাম থানায় তরুনীর ভাই একটি ধর্ষন মামলার অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।এই বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে “চেয়ারম্যানের বাড়ি থেকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার”শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। অথচ সেসকল পত্রিকার কোন প্রতিনিধি আমার কাছে কোন সাক্ষাৎকার নেননি।আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মন গড়া এই সংবাদ প্রকাশ করেছেন তারা।
তিনি আরও বলেন বড়াইগ্রাম থানার এএস আই শহিদুল ইসলাম তদন্তের স্বার্থে অভিযুক্ত অহিদুল ব্যাপারীকে ডেকে দিতে বলেন।আমি চেয়ারম্যান হিসেবে তাকে কল দিয়ে আগ্রান বাজারে আসতে বললে এএসআই শহিদুল ইসলাম ও এসআই আকরাম হোসেন এসে বাজার থেকেই তাকে আটক করে থানায় নিয়ে যায়।বাজারের দোকানের সিসিটিভি ফুটেজ দেখলেই সেটা পরিষ্কার হয়ে যাবে।আমার বাড়ি থেকে নয় আগ্রান বাজার থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ অথচ আমার বাড়ি থেকে তাকে আটক করেছে শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার সম্মান হানি করা হয়েছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।