ঢাকা মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মসিকের আরও ১৩ কিলোমিটার সড়কে জ্বললো আধুনিক সড়কবাতি

ফারুক আহমেদ,ময়মনসিংহ || ১০:৫০ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৬, ২০২৩

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের প্রায় ১৩ কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে আধুনিক এলইডি সড়কবাতি। শনিবার রাত ১০ টায় সুইচ টিপে আলো জ্বালিয়ে সড়কবাতিসমূহ উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় শম্ভুগঞ্জ ব্রীজ হতে শম্ভুগঞ্জ গোলচত্বর পর্যন্ত এবং সংযুক্ত চর ঝাউগাড়া হতে চর গোবাদিয়া সড়কের সড়কবাতি এ সময় উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ১৭১ কিলোমিটার সড়কে সড়কবাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডকে আলোকিত করতে আমরা কাজ করছি। ইতোমধ্যে এসব সড়কসমূহে সড়কবাতি জ্বলে উঠতে শুরু করেছে। গত মাসের ১১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর উন্নয়নে আন্তরিক। তিনি সিটি কর্পোরেশনবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প দিয়েছেন। তার নেতৃত্বে আমরা ময়মনসিংহকে আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।

এ সময় ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মনির, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, মসিক নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আহবায়ক মোক্তার হোসেন, এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক