বাউফলে ২২২ সরকারি প্রাথমিক স্কুলে ল্যাপটপ বিতরণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ২:৫৯ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৬, ২০২৩
মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর বাউফলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীণ ৪র্থ প্রাথমিক শিক্ষা ইন্নয়ন কর্মসূচির আওতায় ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক অধিদপ্তর আয়োজনে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ এসব ল্যাপটপ তুলে দেন ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুাক্তযোদ্ধা মোশারেফ হোসেন খান,উপজেলা আ’লীগের সহ:সভাপতিবীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ। ইতিপূর্বে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ২১৭ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।