ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়-হাড়িভাসা সড়কের বলেয়াপাড়া বাজারের জালাসী প্রাইমারী স্কুল হতে পঞ্চগড়-চাকলাহাট সড়কের ভোকেশনাল ইনস্টিটিউটের পাশ পর্যন্ত ১১২৮ মিটার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার সকালে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ উপলক্ষে বলেয়াপাড়া বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ও সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোশারফ হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান খান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম প্রমূখ। স্থানীয়রা জানান, বর্ষায় সামান্য বৃষ্টি এবং শুস্ক মৌসূমে খানাখন্দে ভরা থাকায় এই রাস্তা দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। রাস্তাটি পাকা হলে আশপাশের চানপাড়া, বলেয়াপাড়া, জালাসীসহ কয়েকটি গ্রামের হাজারও মানুষসহ গরুহাটে যাতায়াতকারী যানবাহনসহ মানুষজনের চলাচলে ভোগান্তি দুর হবে। #

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: