ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি || ৭:৪১ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৫, ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল ৯টায় একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে প্রেস ক্লাবের পতাকা উত্তোলন এবং আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি এম,এ গাফফার প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আহসান কবির, সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, কৃষিবিদ আলহাজ্ব মোঃ আবুল হোসাইন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শুকুর আলী মোল্লা। আলোচনা সভা পরিচালনা করেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ তোজাম্মেল হক, সহ সভাপতি মোঃ মাহতাব উদ্দিন আল মাহমুদ, সহ সভাপতি মোঃ মজিবর রহমান, সহঃ সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ লোটাস আহমেদ, প্রাক্তন সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান, কার্যকারী সদস্য মোঃ আব্দুল লতিফ, মোঃ রুহুল কুদ্দুস মোল্লা প্রমুখ। পরিশেষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম ওলামাগণদের উদ্দেশ্যে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।