শ্রীমঙ্গল শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:৫১ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৪, ২০২৩
শ্রীমঙ্গল শিশু পরিবারের ৬০ জন এতিম বালিকাদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষ্যে নতুন কাপড় বিতরন করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএ) শ্রীমঙ্গল শাখার উদ্যােগে এতিম বালিকাদের মাঝে এসব কাপড় বিতরন করা হয়।
আজ শুক্রবার দুপুর ২ টায় শিশু পরিবার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এতিম শিশুদের হাতে নতুন কাপড় তুলে দেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ’র শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়।
বিএমএ’র শ্রীমঙ্গল শাখার সাধারন সম্পাদক প্রদীপ লাল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এণ্ড কাউন্সিলিং সেন্টারের চীফ কনসালট্যান্ট ডা. নিবাশ চন্দ্র পাল, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ( সার্জারী) ডা. অশোক ঘোষ, মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রন) পার্থ সারথী সিংহ, ডা. নাজেম আল কোরেশী রাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদর, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক সুমন দেবনাথ প্রমুখ।