ফুলবাড়ীতে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা।
২১ রমজান গত বৃহস্পতিবার স্থানীয় ক্যাফে অর্কিডে এই আয়োজন করা হয়।ফুলবাড়িতে এই প্রথম সাংবাদিকদের নিয়ে এমন ব্যতিক্রম আয়োজন করায় প্রশংসিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আজমন মন্ডল রানা,তার আমন্ত্রণে ফুলবাড়ীর উপজেলার সাংবাদিকদের ছয়টি সংগঠনের প্রায় ৫০ জন সংবাদ কর্মী উপস্থিত হন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অংশগ্রহণ করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি লিমন হায়দার, এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব গুলোর সাধারণ সম্পাদক সহ-সভাপতি সহ অন্যান্য পদের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আল আমিন বিন আমজাদ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *