ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মাংস নিয়ে বাড়ি ফেরা হলো না হোসেন আলীর

লালমনিরহাট প্রতিনিধি।। || ৭:৪১ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৩, ২০২৩

মাংস নিয়ে বাড়ি ফেরা হলো না হোসেন আলী (৫৫) নামে এক পথচারীর। লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ইউনিয়নের ওয়াব্দা বাজার বাবুল মার্কেটের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। নিহত হোসেন আলী স্থানীয় বাজারের মাংস বিক্রেতা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার দিকে কাকিনা বাজার থেকে হোসেন আলী মাংস নিয়ে নামুড়ী বাজার মুখে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করে।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক