ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ভোলায় বিপুল পরিমাণ মাছসহ দুই জেলে আটক

ভোলা প্রতিনিধি\ || ৬:০০ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৩, ২০২৩

ভোলার মেঘনা নদীতে দুইটি ট্রলারসহ বিপুল পরিমাণ ইলিশ ও বিভিন্ন ধরণের মাছ জব্দ করা হয়েছে। এসময় দুই জেলেকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।
আটককৃত জেলেরা হলেন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন ও মো. হাসান।
বুধবার রাতে ভোলা সদর উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার অভিযান চালিয়ে মেঘনা নদীতে দুইটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেন। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়, দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য-গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটার মেঘনা নদী এবং ভেদুরিয়া থেকে চর রুস্তমের ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রম হওয়ায় সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: