ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুল ইসলামকে নির্মম হত্যা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থীরা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ এপ্রিল কলেজ পড়–য়া ছাত্র আরিফুল ইসলাম বাড়ি থেকে তারাবির নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ হয়। তিনদিন পর ৭ এপ্রিল তার মরদেহ বুড়াবুড়ি গ্রামের পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক সুরতহালে আরিফুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সাত দিনেও হত্যাকান্ডের সাথে জড়িতদের কেউ গ্রেফতার হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আরিফুল হত্যায় জড়িতদের গ্রেফতার ও খুনিদের দৃষ্টানন্তমূলক শাস্তির দাবিতে আরিফুলের পরিবার, তার সহপাঠী এবং কলেজের শিক্ষার্থীরা মানবন্ধন করে দ্রæত হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে আরিফুলরে বাবা মো. জসিমউদ্দিন, বড় ভাই আমিনুর ইসলাম, চাচাত ভাই সোহেল রানা, এম আর সরকারি কলেজের ছাত্র আল-আমীন এবং রায়হান বক্তব্য প্রদান করেন।
নিহত আরিফুলের বড় ভাই আমিনুর ইসলাম জানান, গত এক মাস পূর্বে বুড়াবুড়ি এলাকার রাকিবুল ইসলাম হার্ভাড নামে এক যুবক আরিফুরকে গুম করে দেয়ার হুমকি দিয়েছিল। আমাদের সন্দেহ বুড়াবুড়ি এলাকার রেজাউল হক, রাকিবুল ইসলাম ওরফে হার্ভাড, রুবেল, ইছাহাক এই হত্যাকান্ডে জড়িত। আমরা তাদের নামের তালিকা পুলিশকে দিয়েছি। কিন্তু পুলিশ তাদের ধরছে না।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধূরী জানান, লাশ উদ্ধারের পর পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আরিফুলের পরিবার সন্দেহভাজনদের তালিকা পুলিশকে জানিয়েছে। তবে আমরা ঘটনার সাথে জড়িত মূল আসামিদের ধরতে কাজ করছি। প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আশা করি দ্রæততম সময়ে এই ঘটনার রহস্য উদঘাটন হবে। #

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: