মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল বুধবার সকালে বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরিফ উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এর বিদ্যুৎসাহী সদস্য আসাদুজ্জামান এমএ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ইত্তেফাক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শেফালী রাণী ও শিক্ষক ওমর ফারুক।
শিক্ষার্থী তামিম হোসেন এর পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও শিক্ষিকা শিপ্রা রাণী বালার গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়৷ পরিক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে মানপত্র অর্পণ করেন, ওয়ারেছ আহমেদ, মাহমুদুর রহমান, সায়ের ও মাহবুব। এবং মানপত্র পাঠ করেন, শিক্ষার্থী রিয়ামণি। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নাদিয়া রহমান ও মাহবুবা জিদনী।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।