নড়াইলে শিক্ষার্থীদের মাঝে পরিসংখ্যান ব্যুরো’র ট্যাব বিতরণ
রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি: || ৭:২৬ অপরাহ্ণ ॥ এপ্রিল ১২, ২০২৩
নড়াইলে মাধ্যমিক বিদ্যালয় ও সমমান সরকারি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১২ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে ট্যাব বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান,জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) তপন কুমার বিশ্বাস প্রমুখ। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাব সমুহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে।