এলাকাবাসীর স্বার্থে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন ভালুকার এক ইউপি সদস্য
ভালুকা প্রতিনিধি || ১০:১৭ অপরাহ্ণ ॥ এপ্রিল ১২, ২০২৩
এলাকাবাসীর স্বার্থে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন ইয়াসিন তালুকদার নামে এক ইউপি সদস্য। ভালুকার ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় এলাকাবাসীর সহায়তায় ও নিজ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান ইউপি সদস্য ইয়াসিন তালুকদার। উপজেলার ৯ নং কাচিনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হারিশর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছেন তিনি।
সম্প্রতি এলাকাবাসীর সহযোগীতায় ওই গ্রামে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এজন্য সমাজের অবস্থাসম্পন্ন মানুষ, সচেতন মহল ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।