ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

সুনামগঞ্জের মুসলিমপুরে কৃষক শুক্কুর আলীর খুনীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি || ১০:২৪ অপরাহ্ণ ॥ এপ্রিল ১১, ২০২৩

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের কৃষক ও ‘স’ মিলের শ্রমিক মো. শুকুর আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এলাকাবাসীর আয়োজনে মুসলিমপুর গ্রামের পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা ইউপি’র সাবেক সদস্য আলাউর রহমান, ব্যবসায়ী শফিক মিয়া, মিরাশ উদ্দিন, জসীম উদ্দিন, রহিম মিয়া, শাহ আলম, আবুল বাশার, মুজিবুর রহমান, আবুল লেইস, শাহাব উদ্দিন, আওয়াল মিয়া, বাবুল মিয়া, মীর হোসেন, সিদ্দিক মিয়া, নিহতের ছেলে জুয়েল মিয়া, স্ত্রী ফাতেমা খাতুন, মেয়ে আকলিমা খাতুন, আছমা খাতুন, শালী রাশেদা খাতুন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ কৃষক শুকুর আলী কৃষি কাজের পাশাপাশি বাড়ির পাশে একটি স-মিলে শ্রমিকের কাজ করতেন। স-মিল এলাকায় কেহ যেন গরু চড়াতে না পারে মালিক শফিক মিয়ার নিদের্শে পাশের বাড়ির নয়ের আলী তার গরু নিয়ে আসলে শুক্কুর আলী নিষেধ করেন। এই নিষেধকে কেন্দ্র করে নায়েব আলী মোবাইল ফোনে তার স্ত্রী আম্বিয়া খাতুন ও তার ছেলে ময়না মিয়া,আইনল মিয়া,লিটন মিয়া আনোয়ার মিয়া গংদের জানালে তারা দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কৃষক শুক্কুর আলীকে পিঠিয়ে,কিল ঘুষি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল মিয়া নিজে বাদি হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানায় নায়েব আলী,তার স্ত্রী ও সন্তানদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তাই অবিলম্বে সকল খুনিদের গ্রেপ্তার করে ফাসিঁর জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। এদিকে আসামীরা উল্টো মামলার বাদি ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে না নিলে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: