শ্রীমঙ্গলে ক্যাটারিং ট্রেডের প্রশিক্ষনার্থীদের খাদ্য প্রদর্শনী
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:৫১ অপরাহ্ণ ॥ এপ্রিল ১১, ২০২৩
শ্রীমঙ্গলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যােক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ক্যাটারিং ট্রেডের প্রশিক্ষনার্থীদের ৮০ দিনের কোর্স সম্পন্নের ব্যবহারিক জমা উপলক্ষ্যে খাদ্য প্রদর্শনী অনু্ষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩ টায় শ্রীমঙ্গল প্রশিক্ষণ কেন্দ্রে তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যােক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে এই খাদ্য প্রদর্শনী অনু্ষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
প্রশিক্ষক জান্নাত হোসেন জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইকা’র উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশিথ বরন রায়, অগ্রনী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক দেবাশীষ দাশ, প্রশিক্ষন কর্মকর্তা খন্দকার খালেদ মোশাররফ প্রমুখ।