ভোলায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিবলু ব্যাপারী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মো. জিহাদ আহত হয়েছেন।
নিহত শিবলু ব্যাপারী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ গ্রামের মো. আব্দুর রবের ছেলে।
গতকাল রোববার রাত ১০ টার দিকে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার মার্কেট সংলগ্ন ধানসিড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নিহত শিবলু ব্যাপারী মোটরসাইকেল চালিয়ে ভোলার শহর থেকে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ নিজ বাড়ি ফিরছিলেন। রোববার রাত ১০ টার দিকে পশ্চিম ইলিশার হাওলাদার মার্কেট সংলগ্ন ধানসিড়ি সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিবলুর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।