নড়াইলের বেতেঙ্গায় বাপ-বেটার বিরূদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ
রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি : || ২:৫৪ অপরাহ্ণ ॥ এপ্রিল ১০, ২০২৩
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের রবীন্দ্র শাখারু, তার বাবা পিরোনাথ শাখারু ও তার ছেলে দিনেশ শাখারু’র বিরূদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।
এলাকাবাসির অভিযোগ রবীন্দ্র ও তার ছেলে দিনেশ নানা অপকর্ম করে গ্রামে প্রভাব বিস্তার করে চলে। সম্প্রতি বেতেঙ্গা গ্রামের নির্মল ভৌমিকের বাড়ি প্রকাশ্যে দিনের বেলায় গিয়ে তারা চড়াও হয়। কেবলমাত্র নিজেদের ক্ষমতার জাহির করতে তারা নির্মল ভৌমিকের বাড়ির লোকজনদের মারধর করে ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে মামলা হয়। মামলার খরচ তুলতে রবীন্দ্রনাথ ও দিনেশ লোকজন নিয়ে সরকারি জমির গাছ নিধনে মত্ত হয়। কেউ বাধা দিতে গেলে প্রাণ নাশের হুমকি দেয়। রবীন্দ্র শাখারু অপকর্ম করে বাঁচার জন্য গ্রামের একাধিক নিরীহ লোকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এসব ব্যাপারে তার সাথে যোগযোগের চেষ্টা করলে সে নিজেকে অনেক ক্ষমতাবান লোক পরিচয় দিয়ে বলেন,সরকারি গাছ কাটলে কিছুই হয় না।