নড়াইলের নবগঙ্গা ডিগ্রি কলেজে ল্যাব সহকারি পদে চাকুরী পাচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের ছেলে

নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস হোসেনের ছেলে মুহাম্মদ হাশীবুল্লাহ কে ল্যাব সহকারি পদে চাকুরী দেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ তাকে ওই পদে চাকুরী দিতে ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১১এপ্রিল) নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র ছেলের চাকুরী হওয়ার জন্য কেবল মাত্র নিয়োগ বোর্ড নামক নাটক মঞ্চস্থ হতে শুধু বাকি। মোটা অংকের অর্থের বিনিময়ে এ চাকুরী দেয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৮ লাখ টাকা লেনদেন হয়েছে বলে গুঞ্জণ উঠেছে। অত্যন্ত চালাক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস হোসেন ছেলেকে চাকুরী দেয়ার জন্য সাময়িক সময়ের জন্য সহকারি অধ্যাপক মো ঃ আমজাদ আলী কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র পদ ছেড়ে দিয়ে নিয়োগ বোর্ড সংশ্লিষ্টদের পিছনে পিছনে ঘুরছেন। একাধিক সিনিয়র শিক্ষকের সিরিয়াল ভেঙ্গে অপেক্ষাকৃত জুনিয়র সহকারি অধ্যাপক মোঃ আমজাদ হোসেনকে দ্বায়িত্ব দেয়া হয়েছে সাজানো নিয়োগ সফল করার জন্য। কারণ সহকারি অধ্যাপক আমজাদ হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলয়াস হোসেনের খুবই অনুগত। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র পদ ছেড়ে দিলেও সকল নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস হোসেনের মোবাইলে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। সচেতন এলাকাবাসি এ নিয়োগ বোর্ড বাতিল করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *