শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, আজ শনিবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক আব্দুল হামিদ নামক এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।