ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ১০:০৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ৯, ২০২৩

দেশের অন্যতম চা শিল্প এলাকা শ্রীমঙ্গলে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬ টায় এ তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস।

বিভলু চন্দ্র দাস আরো জানান, এর আগে আজ রবিবার বিকেল ৩ টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমান ছিল ৮৫ শতাংশ।

এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আজ রবিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বাদলগাছিতে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক