ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বাসাইলে মালেক মিঞা স্মৃতি ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মাসুদ রানা(টাঙ্গাইল)প্রতিনিধি: || ১১:৩৭ অপরাহ্ণ ॥ এপ্রিল ৯, ২০২৩

প‌বিত্র ঈদুল ফেতর‌কে সাম‌নে রে‌খে আব্দুল মালেক মিঞার ৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মালেক মিঞা স্মৃতি ফাউন্ডেশনের উদ্ধোগে বাসাই‌লের ‌দুস্থ ও অসহায় ২০০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হ‌য়ে‌ছে।
রবিবার (৯এপ্রিল)বিকালে বাসাইল উপ‌জেলার জড়াশাহী বাগ স্কুল মাঠে বাসাইলে দুস্থ ও অসহায় ২০০০টি পরিবারের মাঝে একটি সেমাই,দুধ,এক কেজি লবণ,এক কেজি ডাউল,এক কেজি চাউল,এক কেজি আলু,এক কেজি চিনি,হাফ কেজি তৈল,একটি সাবান করে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খাশুর,বাসাইল উপ‌জেলা বি আর ডিবির সাবেক চেয়ারম্যান শফিউল আরিফিন সুজন খানশুর,কাউলজানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউল গনি হাবিবসহ
উপকারভোগী ২০০০ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যবৃন্দ ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক