ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

বাউফলে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি || ৪:০৮ অপরাহ্ণ ॥ এপ্রিল ৯, ২০২৩

পটুয়াখালীর বাউফলে মোসা.মিম আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ রবিবার সকালের দিকে মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত ওই শিক্ষার্থী সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী ছিলেন। তার বাবার নাম মো.শহিদুল ইসলাম দেওয়ান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯ টার দিকে মীমের মা বিকাশের টাকা তুলতে স্থানীয় এক বাজারে গিয়ে ছিলেন। এ সময়ে মীম ঘরে একা ছিলো। বাজারের কাজ শেষে মীমের মা বাড়ী ফিরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে ঘরে প্রবেশ করে মীমকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে মীমের আত্মহত্যার কারন জানা যায়নি। তবে মীমকে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারনা।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম আরিচুল হক বলেন, এটি অপমৃত্যুর ঘটনা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: