ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৯ জুয়ারি সহ ১৩ জন আটক

শাহজাহান পারভেজ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি || ১০:৫৭ অপরাহ্ণ ॥ এপ্রিল ৯, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জন জুয়ারি সহ ১৩ জনকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ বাট্টাজোড়, সাধুরপাড়া ও বাগারচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সার্বিক নির্দেশনায় বকশীগঞ্জ উপজেলাকে জুয়া মুক্ত করা ও অপরাধ দমনে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৯ জন জুয়ারি, দুই জন চোর ও দুই জন নিয়মিত মামলার আসামিকে আটক করা হয়।
রোববার (৯ এপ্রিল) বিকালে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক