লালমনিরহাটে শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরন

বিদ্যালয়ের নিয়মিত কোরআন মাজিদ শিক্ষা আসরের ৩, ৪নং ব্যাচের ক্ষুদে শিক্ষার্থীদের পাঠ্যদানের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ শিশু শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেছে। মাঝে কোরআন শরীফ বিতরন করেন।

শুক্রবার (৭ এপ্রিল) বাদআসর বিদ্যালয় ক্যাম্পাসে শিশু শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এক আলোচনা সভা শেষে লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ তাদের মধ্যে এই কোরআন শরীফ বিতরন করেন।

শিবরাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে আলোচন সভায় প্রধান নির্বাহী হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাৎল করিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রমূখ।

শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদুজ্জামান বলেন, দির্ঘদিন সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দক্ষ শিক্ষক দ্বারা শিশুদের পাঠদান করে আসছেন। এখানে ভর্তি হলে কোন শিক্ষার্থীকে বাহিরে প্রাইভেট পড়তে হয় না।

আলোচনা সভায় এসময় প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *