ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভিত্তি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি || ৫:৫৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ৮, ২০২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন আমাদের দেশের অনেক মানুষ চিকিৎসা সেবা নেয়ার জন্য পার্শ্ববর্তি ভারতের শিলিগুড়ি, চেন্নাই, ভেলোরসহ সিঙ্গাপুর-থাইল্যান্ডে যায়। এতে করে অনেক বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশেই আন্তর্জাতিক মানের অনেক হাসপাতাল রয়েছে। এবার স্থানীয় ও চীনা বিনিয়োগকারীদের উদ্যোগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মিত হচ্ছে। এটি চালু হলে জেলার মানুষগুলো সঠিক চিকিৎসাসেবা পাবে। অর্থনীতিতে যোগ হবে নতুন অধ্যায়। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে চিকিৎসার জন্য এখানকার মানুষদের আর ভারতে যেতে হবে না। উল্টো এখানে চিকিৎসার জন্য রোগি এবং পড়ালেখার জন্য ভারতসহ আশপাশের দেশগুলো থেকে শিক্ষার্থীরা পঞ্চগড়ে আসবে। তিনি গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দাড়িয়াপাড়ায় নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সততা যদি থাকে লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে সফলতা আসতে বাধ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন ধারণ করে দেশকে বহুদুর এগিয়ে নিয়েছেন। আমাদের পার কেপিটা ইনকাম এখন ভারতের চেয়ে বেশি। সাতটি সূচকে ভারত আমাদের পেছনে। আর পাকিস্তানের কোন সূচক আমাদের ধারেকাছেও নেই। পার্শ্ববর্তি দেশগুলো থেকে আমরা অনেক এগিয়েছি। সারা বিশ্বের কাছে আমরা বিস্ময়। এই সফলতা একদিনে হয়নি। সরকারের ধারাবাহিকতায় আজ এই সাফল্য এসেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের সকল প্রসেস করে রেখেছি। আগামী মাস থেকে অনলাইনে সেলিং শুরু হবে। এরপর তেক পুরো কার্যক্রম শুরু করা যাবে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে অনেক জিনিসের দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমাদের সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান জুয়াং লিফেং এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম রানা। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদুত মাহবুব উজ জামান, অতিরিক্ত মহাপুলিশ পরির্শক মইনুল ইসলাম, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট। অনুষ্ঠান শেষে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন। পরে সেখানে বিশেষ মোনাজাত করা হয়।
নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেডের প্রকল্প পরিচালক তৌফিক হাসান জানান, পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামে ৩২ একর জমির ওপর এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হচ্ছে। বাংলাদেশ ও প্রতিবেশি দেশগুলোর জনসাধারণনের উন্নতমানের সেবা দেয়ার লক্ষে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার এক হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে আগামি দুই থেকে আড়াই বছরের মধ্যে। মোট জমির মধ্যে ৭ একর জমিতে অবকাঠামো নির্মাণ করা হবে। বাকি জমির মধ্যে ১৫ একর সবুজ এলাকা, ১০ একর পানি এলাকা। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে এই প্রকল্পে বিনিয়োগ হবে বাংলাদেশী মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। #

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক