ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইলে নিখোঁজ কিশোরী ঢাকা থেকে উদ্ধার

রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি: || ১০:২৬ অপরাহ্ণ ॥ এপ্রিল ৮, ২০২৩

নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নড়াইল সদর থানা পুলিশ শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ১৭ বছরের ওই কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে। ওই কিশোরী নড়াইল সদরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিবে বলে জানা যায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৮ মার্চ সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে শিক্ষার্থীর মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মেয়েটির পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। মেয়েটি ওই বিয়ে করতে নারাজ। সে পড়াশোনা করতে চায়। সে এবার এসএসসি পরীক্ষার্থী। সে জন্য কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়।

নড়াইল জেলা পুলিশের একাধিক টিম পালিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজা খুঁজির পাশাপাশি ছায়া তদন্ত শুর æকরে। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায় শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহায়তায় নড়াইল সদর থানাপুলিশের উপ-পরিদর্শক মো.আমির হোসেনের নেতৃত্বে একটি দল জান্নাতি নামের এক মেয়ে বান্ধবীর বাসা থেকে শুক্রবার ভোরে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডির পরপরই পুলিশের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীকে তার মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তার পরিবারকে সতর্ক করা হয়েছে তরুণীকে যেন বাল্য বিবাহ দেয়া না হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক