ত্রিশালে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও ইফতার মাহফিল
ফারুক আহমেদ,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি || ২:৪৯ অপরাহ্ণ ॥ এপ্রিল ৮, ২০২৩
ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা ইউনিয়নের চৌপাগাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদের পুনঃ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌর সভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান। আমেরিকা প্রবাসী নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও আবুল কালাম মন্ডলের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর সভার প্যানেল মেয়র (১) রাশিদুল হাসান বিপ্লব, পৌর সভার ভারপ্রাপ্ত সচিব মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোর্শেদুল আলম মামুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, স্থানীয় সমাজ সেবক আতাউর রহমান প্রমুখ। পরে আমেরিকা প্রবাসী নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় তিনহাজার মুসল্লীদের ইফতারের আয়োজন করা হয়।