বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি,সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদের পাশাপাশী সরকারের পদত্যাগের ১০ দফা দাবীতে বগুড়ার কাহালু উপজেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত শনিবার বিকেলে কাহালুস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালিত হয়। অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। প্রধান বক্তা ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)এলাকার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন।
উপজেলা বিএনপি’র সভাপতি পৌর সভার সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরইল ইউপি’র সাবেক চেয়ারম্যান আ ক ম তোফাজ্জল হোসেন আজাদ এর সঞ্চালনায় অন্যান্যদর মাঝে বক্তব্য রাখেন,জেলা বিএনপি নেতা তাহাউদ্দিন নাইম, বগুড়া শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, কাহালু পৌর মেয়র বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনিছ,সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর-এ আলম রিগ্যান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পরে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সহয়োগী সংগঠনের নেতা-কর্মী অংশ গ্রহন করেন।