মৌলভীবাজারের শ্রীরাইনগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন নবাগত ডিসি
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:৪৫ পূর্বাহ্ণ ॥ এপ্রিল ৭, ২০২৩
মৌলভীবাজারের সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম গতকাল বৃুধবার মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রোল মডেল মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীরাইনগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় তিনি উপকারভোগীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের জীবনমান উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন তদারকি করেন। পরিদর্শনকালে এখানে বসবাসরত ৫৩টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।